শিরোনাম
বেরোবিতে রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ২১:০২
বেরোবিতে রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচ দিনের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষাগ্রহণ ক্যাম্পেইনের উদ্বাধন করা হয়েছে।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়র নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট মাঠে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এ কর্মসূচির উদ্বোধন করেন। শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পাঁচ দিন এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে অংশগ্রহণ করা সদস্যদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রশিক্ষণ দেয়া হবে।


বেরোবি’র সিনিয়র রোভার মেট ও প্রোগ্রাম চিফ মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয় রোভারিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আমরা এ প্রত্যাশা করি, প্রতিটি রোভার সদস্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তুলে দেশের গন্ডি পেরিয়ে বাইরেও অবদান রাখবে।


এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বেরোবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রাজিয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিপন/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com