শিরোনাম
ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. সোলায়মান
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:২৪
ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. সোলায়মান
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।


বুধবার (৮ জানুয়ারি) ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।


দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক। ধর্মতত্ত্ব অনুষদের প্রাক্তন ডিনবৃন্দও এসময় বক্তব্য রাখেন।


আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এ এয়াকুব আলী, দাওয়া এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগেরর সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল হাদীস এন্ড ইসলমীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।


অনুষ্ঠানে নতুন দায়িত্ব প্রাপ্ত ডিনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।


বিবার্তা/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com