শিরোনাম
মানসিকভাবে ভেঙে পড়েছেন ধর্ষণের শিকার সেই ছাত্রী
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১২:২৪
মানসিকভাবে ভেঙে পড়েছেন ধর্ষণের শিকার সেই ছাত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানসিকভাবে ভেঙে পড়েছেন ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী। তবে স্বাভাবিক করতে চিকিসা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।


সোমবার (৬ ডিসেম্বর) ঢামেক হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রী সুস্থ আছে। তবে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন।


ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সম্বয়ক বিলকিস বেগম জানান, গত রাতে তাকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। এখনো সেখানে তিনি চিকিৎসাধীন।


এর আগে রবিবার (৫ জানুয়ারি) কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন ওই ছাত্রী। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তার মুখ চেপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


এদিকে, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টরমেন্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ক্যান্টরমেন্ট থানার ওসি কাজী শাহান হক।


তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আমরা এজাহার যাচাই-বাছাই করছি।


এছাড়াও এ ঘটনার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদের ঝড় উঠেছে। গত রাত থেকে আজ পর্যন্ত দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com