শিরোনাম
রোকেয়া দিবস উপলক্ষে বেরোবিতে নানা আয়োজন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪
রোকেয়া দিবস উপলক্ষে বেরোবিতে নানা আয়োজন
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।


সোমবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে রোকেয়া স্মরণে আলেখ্যানুষ্ঠান ‘মহীয়সী রোকেয়া’ অনুষ্ঠিত হয়।


কলা অনুষদের ডিন সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আতিউর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাজমুল হক প্রমুখ।


উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যু বরন করেন।


বিবার্তা/শিপন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com