শিরোনাম
জাককানইবিতে ‘সংস্কৃতি-অধ্যয়ন’ শীর্ষক সেমিনার
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১০
জাককানইবিতে ‘সংস্কৃতি-অধ্যয়ন’ শীর্ষক সেমিনার
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককাইবি) ফোকলোর বিভাগের আয়োজনে ‘সংস্কৃতি-অধ্যয়ন বিষয়ক বক্তৃতামালা-২০১৯’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সেমিনার রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।


সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক ড. হাকিম আরিফ ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম।


ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মো. বাকীবিল্লাহ এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের প্রভাষক নিগার সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ড. আতিজা দীল আফরোজ ও মো. মেহেদী উল্লাহ। সঞ্চালনা করেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাসরীন ঐশী ও মৌ কর্মকার।


সেমিনারে বক্তারা জেন্ডারের সাথে ফোকলোরের সংশ্লিষ্টতা, নৃবিজ্ঞানের সাথে ফোকলোরের আন্তঃসম্পর্ক, ট্রান্সজেন্ডার, অবাচনিক যোগাযোগের ভাষা, সংস্কৃতি অধ্যয়ন সহ নানান বিষয়ে আলোচনা করেন।


এছাড়াও শিক্ষার্থীদের তৈরি বিভাগের উপর নির্মিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।


বিবার্তা/পাভেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com