শিরোনাম
বুয়েটে পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর, স্বস্তিতে শিক্ষার্থীরা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৩২
বুয়েটে পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর, স্বস্তিতে শিক্ষার্থীরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর আগামী ২৮ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, সোমবার রাতে র‌্যাগিং এবং ছাত্র রাজনীতিতে জড়িত থাকলে কি শাস্তি হবে সেটা নীতিমালা আকারে প্রকাশ করে বুয়েট কর্তৃপক্ষ।


বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান খান বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে র‌্যাগিং এবং রাজনীতিতে জড়িত থাকলে কি শাস্তি হবে তার একটি নীতিমালা প্রণয়ন করেছি। র‌্যাগিংয়ের শাস্তিকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। র‌্যাগিংয়ের কারণে কারো মৃত্যু হলে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হবে, কর্তৃপক্ষ মামলা করবে। এছাড়া র‌্যাগিংয়ের মাত্রা অনুসারে হল থেকে স্থায়ী বহিষ্কার, সাময়িক বহিষ্কারসহ সতর্ক করার বিধান করা হয়েছে।’


ছাত্র রাজনীতির নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘ছাত্র রাজনীতিতে জড়িত থাকলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ সতর্ক করার বিধান করা হয়েছে।’


আগামী ২৮ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় বসবে উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্ররাই এই তারিখ দিয়েছে। দাবি-দাওয়া পূরণ হওয়ার পর তারা পরীক্ষায় বসতে সম্মত হয়েছেন।’


এদিকে, সব দাবি-দাওয়া পূরণ হওয়ায় শিক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা বলেন, সব দাবি পূরণ হয়েছে, আমরা সন্তুষ্ট। এখন আমাদের ক্লাস-পরীক্ষায় বসতে আপত্তি নেই। আশা করি বুয়েটে আবরার ফাহাদ হত্যার মতো ঘটনা আর ঘটবে না। শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাস পাবে।’


উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। সেই থেকে বুয়েটে শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। গতকাল রাতে র‌্যাগিং এবং রাজনীতিতে জড়িত থাকার বিষয়ে নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com