শিরোনাম
যবিপ্রবির ‘ডি’ ইউনিটে পাস ২.৮৮ শতাংশ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯, ১৭:০৫
যবিপ্রবির ‘ডি’ ইউনিটে পাস ২.৮৮ শতাংশ
প্রিন্ট অ-অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।


ঘোষিত ফলাফলে সবচেয়ে কম পাসের হার ‘ডি’ ইউনিটে ২ দশমিক ৮৮ শতাংশ। আর সবচেয়ে বেশি ‘সি’ ইউনিটে পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ।


উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, ছয়টি ইউনিটে ৯১০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ১৪১জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৭ হাজার ২৭৭ জন।


‘এ’ ইউনিটের প্রশ্নপত্র ভুল প্রসঙ্গে উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, প্রশ্নের যেকোনো ত্রুটি বা বেনিফিট অব ডাউট শিক্ষার্থীদের পক্ষে রেখে ফলাফল মূল্যায়ন করা হয়েছে। পরীক্ষার ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থীর যদি সংশয় থাকে বা তার মেধার প্রকৃত মূল্যায়ন হয়নি বলে মনে করে, তাহলে ওই পরীক্ষার্থীর আবেদন সাপেক্ষে তার ফলাফল পুনরায় যাচাই-বাছাই করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, ভর্তি পরীক্ষাসহ সকল কার্যক্রম উন্মুক্ত। এখানে সংশয়ের কিছু নেই।


‘ডি’ ইউনিটে পাসের হার কম প্রসঙ্গে উপাচার্য বলেন, এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৪০ নম্বরের মধ্যে ২০ না পেলে উত্তীর্ণ হবে না- এমন নির্দেশনা ছিল। এজন্য পাসের হার কম।


উপাচার্য ড. আনোয়ার হোসেন আরো জানান, ‘এ’ ইউনিটে ২৪৫ আসনের বিপরীতে ৯ হাজার ৭০২ জনের মধ্যে পাস করেছে ৯৬৭ জন। পাসের হার ৯ দশমিক ৯৭ শতাংশ। ‘বি’ ইউনিটে ১৯০ আসনের বিপরীতে আট হাজার ৭৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৭৯৮ জন। পাসের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। ‘সি’ ইউনিটে ২৫৫ আসনের বিপরীতে ছয় হাজার ৭৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬২৩ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ। ‘ডি’ ইউনিটে ৪০টি আসনের বিপরীতে দুই হাজার ১৮৫ জনের মধ্যে পাস করেছেন মাত্র ৬৩ জন। পাসের হার দুই দশমিক ৮৮ শতাংশ। ‘ই’ ইউনিটের ২৫টি আসনের বিপরীতে ৬৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৫ জন। পাসের হার ৪৪ দশমিক ৬৫ শতাংশ। ‘এফ’ ইউনিটের ১৫৫ আসনের বিপরীতে দুই হাজার ৪৪জন পরীক্ষার্থীর মধ্যে ৫২১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২৫ দশমিক ৪৮ শতাংশ। এ বছর ছয়টি ইউনিটের সাতটি অনুষদের অধীনে ২৬টি বিষয়ে ৯১০টি আসনে ভর্তির সুযোগ পাবেন মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীরা। এর বাইরে পরীক্ষায় উত্তীর্ণ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও যবিপ্রবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরে পোষ্য কোটায় ৫৪ জন ভর্তির সুযোগ পাবেন। রবিবার (২৭ নভেম্বর) উত্তীর্ণ শিক্ষার্থীরা চয়েস ফরম পূরণ করতে পারবেন।


সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, ডিন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনিছুর রহমান, ডিন ড. এএসএম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ড. কিশোর মজুমদার, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. জাফিরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক এটিএম কামরুল হাসান, কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক কেএম আরিফুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।


বিবার্তা/তুহিন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com