শিরোনাম
সমাবর্তনের ফি কমাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১৫:২৯
সমাবর্তনের ফি কমাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আসন্ন ১ম সমাবর্তনে অংশ না নিয়েও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সনদ নেয়া এবং সমাবর্তনের জন্য উচ্চ ফি নির্ধারণ করার সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মো. তারেক রহমানের অভিযোগের প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বাদীর পক্ষে এ আইনি নোটিশটি পাঠানো হয়। নোটিশটি বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কুবি উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়।


আইনি নোটিশে বলা হয়েছে, আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশনের জন্য বিকাশের মাধ্যমে প্রত্যেক স্নাতক ডিগ্রীধারীদের জন্য ৩৫৪০ টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে ৪০৫০ টাকা পাঠাতে বলা হয়েছে। আরো বলা হয়েছে সমাবর্তনে অংশ না নিলেও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট নিতে হবে। যাহা বে-আইনি।


নোটিশে আরো বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ডিগ্রীধারীদের জন্য ২০০০ টাকা এবং স্নাতকোত্তর এর ক্ষেত্রে ৩০০০ টাকা। নোটিশ প্রেরণের তারিখ থেকে ৭২ ঘন্টার মধ্যে নোটিশ দাতার দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় সমাবর্তন বন্ধে উচ্চ আদালতের আশ্রয় নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।


বিবার্তা/আল-আমিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com