শিরোনাম
উপাচার্যের অপসারণের দাবিতে জাবিতে মশাল মিছিল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৩৩
উপাচার্যের অপসারণের দাবিতে জাবিতে মশাল মিছিল
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে মশাল মিছিল করেছে "দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর" ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


মিছিল পরবর্তী সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, উপাচার্য স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে। যৌন নির্যাতনের অভিযোগের বিচার না করে তিনি নির্যাতনকারীকে নিজের দলে ঠায় দেন। আমরা তাকে উপাচার্য হিসেবে আর দেখতে চাই না। কাল থেকে তাকে আর কোনো প্রশাসনিক কাজ করতে দেয়া হবেনা।


এছাড়াও সমাবেশ থেকে বুধবার উপাচার্য নিজ কার্যালয়ে আসলে অবরুদ্ধ করা হবে এবং তাকে কোনো প্রশাসনিক কাজ করতে দেয়া হবেনা বলেও জানানো হয়। কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুরনো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেবে বলেও জানান আন্দোলনকারীরা।


বিবার্তা/শিহাব/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com