শিরোনাম
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জবি শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৫:৫৫
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জবি শিক্ষকদের মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।


সোমবার (২২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।


মানববন্ধনে এসময় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক নারী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।


মানববন্ধন থেকে এসময় নারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে অবমাননা ও সহিংসতার প্রতিবাদে সবাইকে সজাগ থাকার আহবান জানান।


উল্লেখ্য, গত ২০ অক্টোবরে দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের কুশল পুত্তলিকা দাহ করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com