শিরোনাম
জাবিতে শেখ রাসেলের জন্মদিন পালিত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ২২:১৯
জাবিতে শেখ রাসেলের জন্মদিন পালিত
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ঘাতকেরা শিশু শেখ রাসেলকে অমানবিকভাবে হত্যা করে। ইতিহাসে অনেক অনেক নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে শেখ রাসেলের হত্যাকাণ্ড সর্বনিকৃষ্ট ও ঘৃণিত। আজ আমরা তার জন্মদিনে পলাতক হত্যাকারীদের দেশে এনে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি।


এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, বর্তমান সরকারের সময়ে দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। দেশের উন্নয়ন আজ চোখে পড়ার মত। দেশে দারিদ্রতা দিন দিন কমে আসছে। আমরা চাই এই উন্নয়নের ধারা অব্যাহত থাক। এই ধারাকে অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা সবসময় সচেষ্ট থাকবো।


দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।


বিবার্তা/শিহাব/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com