শিরোনাম
ঢাবিতে ‘জোবাইকের’ যাত্রা শুরু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:৩২
ঢাবিতে ‘জোবাইকের’ যাত্রা শুরু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অ্যাপভিত্তিক সাইকেল সেবা ‘জোবাইক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আনুষ্ঠানিকভাবে জোবাইক কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ক্যাম্পাসে অ্যাপভিত্তিক এই সাইকেল সেবা কর্মসূচি চালু হলো।


ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ নোমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানীসহ ডাকসুর নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে বলেন, ক্যাম্পাসে পরিবহন খাতের উন্নয়নে ‘জোবাইক’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘জোবাইক’ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে এবং পরিবহন ব্যয় কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, ঢাবির শিক্ষার্থীদের পরিবহন সুবিধার জন্য জোবাইজ সার্ভিস চালু হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জোবাইক একটি পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থা। এর মাধ্যমে ছাত্রাবস্থায়ই শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারবে।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্র যেহেতু ভর্তুকি দিয়ে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, সেহেতু রাষ্ট্রের কল্যাণে আমাদের কাজ করার জন্য নিজেদের সেভাবেই গড়ে তুলতে হবে।


ছাত্র রাজনীতির বিষয়ে তিনি বলেন, নেতৃত্ব মানে দায়িত্ব।নেতৃত্ব উপভোগের বিষয় নয়। ছাত্র নেতাদের ছাত্রদের কল্যাণের কথা ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে জোবাইক নিয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।


বিবার্তা/রাসেল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com