শিরোনাম
বেরোবি খুলছে সোমবার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৭
বেরোবি খুলছে সোমবার
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শারদীয় দূর্গাপুজার ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১৪ অক্টোবর)। রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।


দূর্গাপূজা উপলক্ষে গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ১১ ও ১২ অক্টোবর শুক্রবার ও শনিবার এবং ১৩ অক্টোবর লক্ষীপূজা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে ১৪ অক্টোবর সোমবার থেকে।
দূর্গাপূজা, লক্ষীপূজা ও সপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৮ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।


এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে হলে ফিরেছে সকল আবাসিক ছাত্রছাত্রীরা। আর এতেই দীর্ঘ ছুটির পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার প্রাণ।


বিবার্তা/শিপন/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com