শিরোনাম
ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ২৩.৭২ শতাংশ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৩:২২
ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ২৩.৭২ শতাংশ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ২৩.৭২ শতাংশ।


রবিবার (১৩ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।


প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছিল ৪২ হাজার ৫৪ জন। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিল (এমসিকিউ পাস) হয়েছিলো ১৮ হাজার ৫৮১। সেখান থেকে পাস করেছে ১০ হাজার ১৮৮ জন। মোট ফেল করেছে ৩২ হাজার ৭৬৬ জন।


‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।


এছাড়াও, আবেদনকারীরা যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন।


উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর (শনিবার) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘খ’ ইউনিটে ৪৫ হাজার ১০৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। অনুষদের আসনসংখ্যা ২ হাজার ৩৭৮।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com