শিরোনাম
চবিতে কোনো ‘টর্চার সেল’ নেই: ছাত্রলীগ
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৫:৫৭
চবিতে কোনো ‘টর্চার সেল’ নেই: ছাত্রলীগ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা দাবি করেছে, সেখানে কোনো ‘টর্চার সেল' নেই।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এক বিবৃতিতে এ দাবি করেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ‘একটি স্বনামধন্য টিভি চ্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তথাকথিত টর্চার সেল নিয়ে প্রচারিত সংবাদে একদম শেষদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম জুড়ে দিয়েছে।


আমরা তাদের এ ধরনের ভিত্তিহীন, সর্বৈব মিথ্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি, দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সরেজমিন এসে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, তাহলেই এ দাবির অসারতা প্রমাণ হবে।’


বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারীদের দোসর শিবির যখন হলগুলো তে অবস্থান করত, তখন বিভিন্ন পত্রপত্রিকায় রুমে রুমে শিবিরের ছাত্র নির্যাতনের খবর শোনা গেলেও হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর ছাত্র নির্যাতনের একটা অভিযোগ পর্যন্ত নেই।


সভাপতি রেজাউল বলেন, শিবির যখন হলগুলোতে অবস্থান করত, তখন বিভিন্ন রুমে ‘বাইতুল মাল'র জন্য ছাত্রদের নির্যাতন করত। হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর হলগুলোতে সাধারণ ছাত্র নির্যাতনের কোনো অভিযোগ নেই। বরং চবিতে ছাত্রলীগের কর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা ভ্রাতৃপ্রতীম। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়ার পাশে সর্বদাই ছাত্রলীগ ছিল এবং থাকবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com