শিরোনাম
আবরার হত্যাকাণ্ড নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৪৬
আবরার হত্যাকাণ্ড নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই আহ্বাণ জানান।


তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।


গত রোববার রাতে আবরারকে নিজের কক্ষ থেকে ডেকে নিয়ে যাওয়া হয় হলের দ্বিতীয় তলার ২০১১ নম্বর কক্ষে। রাতে আবরারকে বেধড়ক পেটায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এতে রাতেই তার মৃত্যু হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com