শিরোনাম
গণমাধ্যমকর্মীদের শর্ত দিয়ে আলোচনায় বসছে বুয়েট ভিসি
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১১:৪৬
গণমাধ্যমকর্মীদের শর্ত দিয়ে আলোচনায় বসছে বুয়েট ভিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে গণমাধ্যমকর্মীদের শর্ত দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকেলে আলোচনায় বসছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম।


শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে বুয়েটের অডিটোরিয়ামে এ আলোচনা শুরু হবে। সকাল ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে একথা জানান আন্দোলনকারীরা।


আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা বলেন, ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে প্রথমে একান্তে কথা বলতে চেয়েছিলেন ভিসি। কিন্তু, যেহেতু এ আন্দোলন সব শিক্ষার্থীদের; তাই শুধু প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবে আমরা রাজি হইনি। আমরা জানিয়েছি, ওপেন প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে কথা বলতে হবে। সেখানে মিডিয়াকর্মীরাও উপস্থিত থাকবেন।
আন্দোলনকারীরা গণমাধ্যমকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা উপস্থাপন করে বলেন, আলোচনা চলাকালে আপনারা কেউ লাইভে যাবেন না এবং কোনো প্রশ্ন করবেন না। এটা ভিসি স্যারের অনুরোধ। আলোচনা শেষ হওয়ার পরে ভিডিও ফুটেজ প্রচার করতে পারবেন।


ভিসির সঙ্গে আলোচনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান আন্দোলনকারীরা।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com