শিরোনাম
আবরার হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৫:৪০
আবরার হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছাত্রলীগের কেউ আবরার হত্যায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।


এ ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকেও ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার ফাহাদ নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় ছাত্রলীগের বিরুদ্ধে। ভোরে তার মরদেহটি উদ্ধার করা হয়।


আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন।


সোমবার ভোরে প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারকে পাওয়া যায়। পুলিশ ও তার পরিবার জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com