শিরোনাম
বুয়েটছাত্র হত্যায় বিক্ষোভে উত্তাল ঢাবি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৩:০৮
বুয়েটছাত্র হত্যায় বিক্ষোভে উত্তাল ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।


সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।


মিছিলে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও অংশ নেন। সেইসঙ্গে ঢাবি ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।


মিছিলপূর্ব এক সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন।


এর আগে সোমবার ভোররাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে ফাহাদ হত্যার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তদন্তে যারাই অপরাধী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইন নিজস্ব গতিতে চলবে।’


বিবার্তা/রাসেল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com