শিরোনাম
নভেম্বরে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ০৯:৫৮
নভেম্বরে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।


এ বিষয়ে শনিবার (৫ অক্টোবর) তিনি বলেন, অক্টোবরের শেষ দিকে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করার পরিকল্পনা করছে কর্ম কমিশন। ৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই। আমরা সবসময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি।


তিনি বলেন, এ লক্ষ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে। আমার এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি। একইসঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা হবে।


৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেয়া ৩ লাখ ২৭ হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে।
পিএসসির রেকর্ড অনুযায়ী, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরীপ্রার্থী আবেদন করেন ৪০তম বিসিএসে। এ বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এতসংখ্যক আবেদন আগে কখনও জমা পড়েনি।


৪০ তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com