শিরোনাম
ঢাবিতে ‘দুর্নীতিবিরোধী পদযাত্রা’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৪:৫৭
ঢাবিতে ‘দুর্নীতিবিরোধী পদযাত্রা’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদারকিতে দেশব্যাপী চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ‘দুর্নীতিবিরোধী পদযাত্রা’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।


শনিবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে এ পদযাত্রা হয়। পদযাত্রাটি ডাকসু ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।


কর্মসূচির ব্যাপারে আয়োজকদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’র স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদারকিতে দেশব্যাপী চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে আমরা স্বাগত জানাই।


তিনি বলেন, এ দুর্নীতিবিরোধী অভিযানকে আরো বেগবান করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ এবং সেই সাথে ছাত্র সমাজ বিশ্বাস করে, এ চলমান অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতিবিরোধী এ অভিযানে ছাত্রসমাজ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।


বিবার্তা/রাসেল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com