শিরোনাম
হামলার পরদিনই মধুর ক্যান্টিনে ছাত্রদল
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩১
হামলার পরদিনই মধুর ক্যান্টিনে ছাত্রদল
ঢাবি প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সোমবার ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হামলার শিকারের পরদিনই আবার মধুর ক্যান্টিনে উপস্থিত হলেন ছাত্রদলের নেতাকর্মীরা।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে প্রবেশ করেন।


জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, তারা সুষ্ঠু সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেন বলেই হামলার পরও ক্যাম্পাসে এসেছেন।


এ সময় সোমবারের হামলার বিষয়ে আজ প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।


সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তিন সাংবাদিকসহ ছাত্রদলের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেন শ্যামল।


তবে ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে দণ্ডিত আসামি তারেক রহমানকে নিয়ে স্লোগান দেয়ায় সাধারণ ছাত্ররা ছাত্রদলকে প্রতিহত করেছে।


তিনি বলেন, এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় জগন্নাথ হল ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকসহ ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হন।


বিবার্তা/এরশাদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com