শিরোনাম
জাবি ভিসিকে কালো পতাকা দেখালেন শিক্ষার্থীরা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৮
জাবি ভিসিকে কালো পতাকা দেখালেন শিক্ষার্থীরা
জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।


রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভর্তি পরীক্ষা চলাকালীন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।


এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ছাত্রলীগকে ১ কোটি টাকা ঈদ সালামি ভাগ করে দেয়ার অভিযোগ তোলেন। এজন্য তারা আগামী ১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান করেন। না হলে আরো কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানান আন্দোলনকারীরা।


ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, আমাদের দাবি ছিল দুর্নীতির ঘটনাটি বিচার বিভাগীয় তদন্ত করা। কিন্তু উপাচার্য আমাদের দাবি মানেননি। যেসব ছাত্রনেতা প্রকল্পের টাকা পেয়েছেন তারা স্বীকার করার পরও উপাচার্য অস্বীকার করেছেন। আমরা দুর্নীতিবাজ উপাচার্যকে ভর্তি পরীক্ষা চলাকালীন সব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং ১ অক্টোবরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছি।


কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক কামরুল আহসান, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার ও অধ্যাপক তারেক রেজা প্রমুখ।


এছাড়া জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com