শিরোনাম
খালেদার মুক্তি চেয়ে মিছিল
ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টা স্লোগান, ঢাবিতে উত্তেজনা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৬
ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টা স্লোগান, ঢাবিতে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন এলাকায় রবিবার মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা একই সময়ে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়ায় উত্তেজনা দেখা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে।


রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ছাত্রদলের নবনির্বাচিত দুই শীর্ষ নেতা ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেন শ্যামল নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসেন। পাশেই আগে থেকেই ছিলেন ছাত্রলীগের শীর্ষ চার নেতাসহ কয়েকশ কর্মী। এ সময় দুইপক্ষ পাল্টাপাল্টি নানা স্লোগান দেন। এতে মধুর ক্যান্টিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


ছাত্রদলের স্লোগান ছিল, ‘জিয়া, খালেদা।’ তারা এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। আর ছাত্রলীগের স্লোগান ছিল ‘ভুয়া, ভুয়া। ছাত্রদলের চামড়া তুলে নেব আমরা।’


ছাত্রদলের শীর্ষ দুই নেতা মধুর ক্যান্টিন এলাকায় কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে মধুর ক্যান্টিন থেকে বের হয়ে তারা উপাচার্য ড. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে ভিসি কার্যালয়ে যান।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন এলাকায় রবিবার মিছিল শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্রদল নেতারা


এ সময় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেজন্য ক্যাম্পাসে এসেছি। আর এখান থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে চাই।’


ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আজকে এখানে আমাদের বিরুদ্ধে নানা উসকানিমূলক স্লোগান দেয়া হয়েছে। তাদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু তারা সে সৌজন্যতাবোধ দেখায়নি। এটি আসলে ভিন্নমতের প্রতি এক ধরনের বাধা। আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চাইছি। সেজন্য এখানে এসেছি।’


এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ বলেন, কোনো অশুভ শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, গণতন্ত্র পরিপন্থী শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি কখনো মেনে নেয়নি, মেনে নিবেও না। রাজনৈতিক সহ-অবস্থানের নামে শিক্ষা-প্রতিষ্ঠান অস্থিতিশীলকারী যে কোনো বুর্জোয়াঁ সংগঠনকে, মেয়াদোত্তীর্ণ-ফিটনেসবিহীন সংগঠনকে, সর্বোপরি মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী সংগঠনকে রাজনৈতিকভাবেই বাংলাদেশ ছাত্রলীগ মোকাবেলা করতে সদাজাগ্রত আছে।শিক্ষার দাবিতে, শান্তির ব্রতে, প্রগতির সংগ্রামে জয় বাংলার স্লোগানে এগিয়ে যাবে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com