শিরোনাম
দুঃখ প্রকাশ করলেও দুদুর ক্ষমা নেই: ছাত্রলীগ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫
দুঃখ প্রকাশ করলেও দুদুর ক্ষমা নেই: ছাত্রলীগ
তিতুমীর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এক বক্তব্যের প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ কুশপুত্তলিকা দাহ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি এক টিভি টকশোতে দুদু বলেন 'বঙ্গবন্ধুর মত মৃত্যু হবে শেখ হাসিনার'!


শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজ ও তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা নানা ধরনের ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ ও নিন্দা জানান। বিক্ষোভ শেষে তিতুমীর কলেজের ছাত্রলীগ চত্ত্বরে এক সংক্ষিপ্ত সভা করে।


এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত অবস্থা হবে শামসুজ্জামান দুদুর। দুদু দুঃখ প্রকাশ করলেও তিতুমীর কলেজ ছাত্রলীগ তাকে ক্ষমা করবে না। প্রকাশ্যে দুদুকে প্রধানমন্ত্রী কাছে ক্ষমা চাইতে হবে। তার কত বড় সাহস ১৫ই আগস্ট নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেয়। তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


দুদুকে কুলাঙ্গার উল্লেখ করে সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, বাংলার মাটিতে দুদুর রেহাই নেই। তার বক্তব্যের সমুচিত জবাব ছাত্রলীগ দেবে। তার কথার দম্ভ চুর্ণ করে দেবে।


পরে কলেজে শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নাজমুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com