শিরোনাম
রাবিতে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮
রাবিতে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবাব লতিফ হলের ডাইনিংয়ে খাবারে মধ্যে কেঁচো ও বড়শি পাওয়ার অভিযোগে প্রধান ফটক বন্ধ করে হলের চেয়ার, সিসিটিভিসহ অনেক কিছু ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।


জানা গেছে, নবাব লতিফ হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসেন শুক্রবার (২০ সেপ্টেম্বর) ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারের মধ্যে মাছ ধরার বড়শি ও কেঁচো পান। এ ঘটনা হলে ছড়িয়ে পড়লে প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।


হল প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন শিক্ষার্থীদের আন্দোলন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। এসময় তিনি হলের ভিতরে প্রবেশ করতে চাইলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে হলের ভেতর ঢুকতে দেয়নি।


পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন।


এ বিষয়ে প্রক্টর লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে হলের আবসিক শিক্ষক সাইফুর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/পাভেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com