শিরোনাম
উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি উত্তাল
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২১
উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি উত্তাল
ফাইল ফটো
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ১ অক্টোবরের মধ্যে উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম যদি পদত্যাগ না করেন তাহলে ক্যাম্পাসে ধর্মঘটসহ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পাসে আন্দোলন চলায় আজ নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম।


এদিকে উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম কোনো দুর্নীতি করেনি তাই তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ।


উপাচার্য নিদিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিবার্তা/এরশাদ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com