শিরোনাম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম।


সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে স্মারকলিপি দেয়।


প্রতিনিধি দল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ, পদন্নোতি ও পদোন্নয়ন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।


অত্র ফোরামের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি ও তথ্য উপস্থাপন করে উক্ত অভিন্ন নীতিমালাটি প্রত্যাখানের দাবি জানিয়ে এক দীর্ঘ আলোচনা হয়। সাক্ষাৎকার শেষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের অধিক শিক্ষকের স্বাক্ষর সম্বলিত প্রত্যাখ্যানের এই স্মারকলিপিটি চেয়ারম্যান বরাবর পেশ করা হয়।


প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেনঃ


- অধ্যাপক ড. তানজিম উদ্দীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।


- অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাসিত, পদার্থবিজ্ঞান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা,


-অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ, মার্কেটিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা,


-সহযোগী অধ্যাপক অতনু রাব্বানী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।


-সহকারী অধ্যাপক মোঃ জাফর ইকবাল, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।


-সহকারী অধ্যাপক,আলতাফ হোসেন রাসেল, পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


-সহকারী অধ্যাপক, জাকিয়া সুলতানা মুক্তা, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com