শিরোনাম
তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তীর ‘সাইনিং সিরিমনি’ অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩
তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তীর ‘সাইনিং সিরিমনি’ অনুষ্ঠিত
তিতুমীর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে নানা ধরণের উদ্যোগ নিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


এরই ধারাবাহিকতায় দেশসেরা অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘অন্তর শোবিজ’র সাথে সোমবার (১৬ সেপ্টেম্বর) সাইনিং সিরিমনির আয়োজন করা হয়েছে।


সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।


চলতি বছরের ২৮ ডিসেম্বর কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষও উদযাপন করা হবে। এতে উপস্থিত থাকবেন পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানের পর্ষদের সদস্যরা।


পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন আহমেদ জানান, সরাসরি ফরম পূরণ এবং অনলাইনের মাধ্যমে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি রেজিস্ট্রেশনের জন্য কলেজে রেজিস্ট্রেশন বুথ থাকবে। এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।


তিনি আরো বলেন, অনলাইনে আবেদন করা যাবে (www.titumir.org) এই সাইটে গিয়ে। এছাড়া রাজধানীর বুলু ওশেন টাওয়ার এবং বনানীর ৪০ কামাল আতাতুর্ক এভিনিউের ১০ তলায় করা যাবে। বিকাশ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমেও রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে।


বিবার্তা/নাজমুল/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com