শিরোনাম
প্রতিবন্ধীদের ফ্রি পড়াবে জবি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪
প্রতিবন্ধীদের ফ্রি পড়াবে জবি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফিসহ যাবতীয় ফি মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ফি, পরীক্ষার ফি সহ কোনো ধরনের ফি দিতে হবে না। অর্থাৎ প্রতিবন্ধীরা জবিতে বিনা খরচায় উচ্চশিক্ষা লাভ করতে পারবেন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।


তবে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য কিনা সে বিষয়ে কিছু জানায়নি জবি কর্তৃপক্ষ।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com