শিরোনাম
জবির বাসে র‍্যাবের হামলা, আহত ৮
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮
জবির বাসে র‍্যাবের হামলা, আহত ৮
র‌্যাব-১০-এর হামলার শিকার এক জবি শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাব-১০ এর সংঘর্ষে অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। ক্লাস শেষে ক্যাম্পাস থেকে গন্তব্যে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ‘উত্তরণ’ বাসের শিক্ষার্থীদের সঙ্গে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।



বাসে থাকা শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এ সময় বাসের শিক্ষার্থীরা তাদের গাড়ি সরিয়ে সাইড দিতে বললে কথা কাটাকাটির একপর্যায়ে র‌্যাব-১০ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং মারধর করে। এ সময় র‌্যাব-১০ অনেক শিক্ষার্থীকে জোর করে গাড়িতে তুলে নেয়।


এ ঘটনায় ৫ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া যায়। একজন শিক্ষার্থীর চোখের অবস্থা আশংকাজনক বলেও জানা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী শরীফ, ১২ ব্যাচের শিক্ষার্থী রিফাত, আল-আমিন, সিয়াম প্রমুখ।



এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমাদের উপাচার্য র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদের সঙ্গে কথা বলেছেন। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’


বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় কোনো মামলা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি বিচার না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অবশ্যই মামলা করা হবে।’


বিনা দোষে র‌্যাবের এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জড়িত র‌্যাব সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।



র‌্যাব-১০-এর অ‌ধিনায়ক কায়ুম উজ্জামান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওটা আমাদের একটা অভিযানের গাড়ি ছিল। এএসপি শ‌হিদুল ইসলাম মু‌ন্সি গাড়িটির দায়িত্বে ছিলেন। আমাদের গাড়িটা গিয়ার পাচ্ছিল না, তাই দাঁড়িয়ে ছিল।’


তিনি বলেন, ‘ওখানে মূলত ভুল বোঝাবুঝি হয়েছে। র‌্যাব বুঝতে পারেনি ওরা ছাত্র আর ছাত্ররাও বুঝতে পারেনি র‌্যাবের গাড়ি। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি।’


বিবার্তা/আদনান/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com