শিরোনাম
জাতীয় শোক দিবস: বাঙলা কলেজে আলোচনা
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৯, ২১:৪১
জাতীয় শোক দিবস: বাঙলা কলেজে আলোচনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতার ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করল সরকারি বাঙলা কলেজ।


বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কলেজের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বাঙালির শোকের মাস আগস্টে সারা মাসব্যাপী কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তার মধ্যে অন্যতম ছিল ১৫ আগস্ট কালো ব্যাচ পরিধান করা, কালো পতাকা উত্তোলন, শোক সভা, ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পন, রচনা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপণ, দোয়া মাহফিল, হাম-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, সবাই বলে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হয়েছেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি তোমাদেরকে বলতে চাই, ১৫ আগস্টে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তা ছিল পূর্বপরিকল্পিত একটি সেনা অভূত্থান।


তিনি বলেন, ঘাতকদের মুল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর পুরো বংশকে ধ্বংস করে দেয়া। কারণ ওরা জানত কেউ যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে।


তিনি আরো বলেন, একটি রির্পোটে বলা হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১৯৯০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পরিণত হত। আর বর্তমানে আমরা একটি উন্নত বাংলাদেশে বসবাস করতাম।যেটা তোমরা বর্তমানে দিকে তাকালে ও বুঝতে পারবে। আমরা উন্নয়নশীল দেশে উন্নত হয়েছি। ভিশন দেয়া হয়েছে ২০৪১ সাল। কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ৪১ দরকার হবে না আমরা ২০৩০ সালের মধ্যেই উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হব।


আলোচনা অনুষ্ঠান শেষে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মাসব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সহিদুল ইসলাম,


এছড়া শিক্ষক পরিষদের সম্পাদক আবু বকর মিয়া ও বিভাগীয় প্রধান সহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড.আফরোজা বেগম।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com