শিরোনাম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাককানইবি শিক্ষকদের শ্রদ্ধা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ২১:২৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাককানইবি শিক্ষকদের শ্রদ্ধা
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড বা ‘বিশ্ব বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন বক্তারা।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংস্থাটির সদর দফতরে প্রথমবারের মতো জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববন্ধু আখ্যা পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আওয়ামী পন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু নীলদল।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু নীল দলের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাহাব উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক অর্থ ও হিসাব সোহেল রানা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান এবং ছাত্র উপদেষ্টা শেখ মো. সুজন আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


বিবার্তা/পাভেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com