শিরোনাম
অভিনব প্রতারণা, ঢাকায় ৩ বিদেশি আটক
প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৩:৫৬
অভিনব প্রতারণা, ঢাকায় ৩ বিদেশি আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টাকাকে ডলারে রূপান্তরের অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকরা সবাই ক্যামেরুনের নাগরিক।


বুধবার (২৪ জুলাই) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।


তিনি জানান, প্রতারক চক্রের ওই তিন সদস্যকে রাজধানীর ধানমন্ডি ও বসুন্ধরা এলাকা থেকে আটক করা হয়েছে। এ সময় র‌্যাবের অভিযানে টাকা রূপান্তরের কথিত মেশিন ও প্রতারণার সরঞ্জাম উদ্ধার করা হয়।


এএসপি মিজানুর রহমান জানান, বিকেলে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।


এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর উত্তরা থেকে জাল ডলার তৈরির অভিযোগে আফ্রিকান তিন নাগরিককে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটকদের মধ্যে দুজন নারী রয়েছে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com