শিরোনাম
রাজধানীতে পৃথক অভিযানে ১০ ডাকাত আটক
প্রকাশ : ২৮ জুন ২০১৯, ১৮:৪৩
রাজধানীতে পৃথক অভিযানে ১০ ডাকাত আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তুরাগ ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সক্রিয় ডাকাত চক্রের ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


শুক্রবার র‌্যাব-১ ও র‌্যাব-২ এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।


আটক ১০ ডাকাত হলো- খোকন মিয়া (৪২), বাবুল (৪৫), নূর নবী (৩৮), মাতবর আলী (৫০), সিরাজুল ইসলাম (৩২), শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২) ও আজিজুল হক (১৮)।


র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে। সক্রিয় ডাকাতদলের এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর করে মোটরসাইকেল, টাকা পয়সা, মোবাইল হাতিয়ে নিচ্ছিলো।


এদিকে র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা (এএসপি) সাইফুল মালিক জানান, মোহাম্মদপুর থানাধীন শ্যামলী শিশু পার্কের ভেতর থেকে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। তারা রাতের বেলায় বিভিন্ন ফাঁকা ফ্ল্যাটে বা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করতো।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com