শিরোনাম
শাহজালাল বিমানবন্দর থেকে ৪ রোহিঙ্গা আটক
প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৩:১৯
শাহজালাল বিমানবন্দর থেকে ৪ রোহিঙ্গা আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।


রবিবার সকালে গালফ এয়ারের একটি বিমান থেকে তাদের আটক করা হয়।


বিমানবন্দরের এপিবিএন কর্মকর্তা এএসপি আসিফ বলেন, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।


আটক পাঁচজন হলো- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য।


বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। ভোর ৫টা ৪০ মিনিটে গাল্ফ এয়ারের একটি ফ্লাইটে বাহরাইন হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিলো।


তবে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাদের আটক করেন।


বিবার্তা/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com