শিরোনাম
বেশি দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৫:৫৪
বেশি দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিটি করপোরেশনের নির্ধারিত দরের চেয়ে গরুর মাংসের বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন।


বুধবার দুপুরে সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোস্ত বিতানের মালিক আফজালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।


ডিএসসিসির নির্ধারিত দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা হলেও ওই দোকানে মাংস বিক্রি করা হচ্ছিল ৫৫০ টাকায়। এ অপরাধে তাকে জরিমানা করা হয়।


ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট মিজানুর রহমান বলেন, সেগুনবাগিচা কাঁচাবাজারে বেশকিছু অনিয়ম দেখা গেছে। এর মধ্যে একজন মাংস ব্যবসায়ীকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দেশি গরুর মাংস বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রোজায় বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল ঠেকাতে আমাদের পাঁচটি বাজার মনিটরিং টিম অভিযানে নেমেছে। অভিযানে এখন পর্যন্ত সুপারশপ আগোরা ও সেগুনবাগিচা কাঁচাবাজার পরিদর্শন করেছি, বলেন তিনি।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com