শিরোনাম
মালয়েশিয়ায় অপহৃত বাংলাদেশী উদ্ধার, আটক ৩
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:২৯
মালয়েশিয়ায় অপহৃত বাংলাদেশী উদ্ধার, আটক ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিপণ আদায়কালে তিন মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়াও মো. মাহবুব আলম (৩৬) নামের এক অপহৃত মালয়েশিয়ান প্রবাসীকে উদ্ধার করা হয়েছে।


আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামের আসান আলীর ছেলে দুলাল (৪০), একই উপজেলার হালদিয়া গ্রামের হাসান আলীর ছেলে রুপচাঁদ আলী (২৫) ও কুমিল্লা জেলার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের আরব আলীর ভূঁইয়ার ছেলে আলী আহমদ রিফাত (২৯)।


রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।


তিনি জানান, গত ২৮ নভেম্বর ভোলা জেলার চর আইচা উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুল হক সবুজ তার ভাই মাহবুব আলমকে মালয়েশিয়ায় অপহরণ করা হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন।


অভিযোগে নাজমুল জানান, গত ২৬ নভেম্বর রাত দেড়টার তার ভাই মাহবুবকে মালয়েশিয়া থেকে অপহরণ করা হয়েছে। এছাড়ও তার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।


র‌্যাব কর্মকর্তা আরও জানান, নাজমুলের এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব মালয়েশিয়াস্থ বাংলাদেশী দূতাবাসের সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে মালয়েশিয়া পুলিশের সহযোগিতায় সেই দেশের একটি জঙ্গল থেকে মাহমুবকে উদ্ধার করা হয়।


অপর দিকে, গত ২৮ নভেম্বর রাজধানীর সিদ্বশরী ডিগ্রি কলেজের সামনে মুক্তিপণের টাকা আদায়কালে দুলাল ও রুপচাঁদ আলীকে আটক করা হয়। এছাড়াও গতকাল রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে রিফাত নামের এক অপহরণকারীকে আটক করা হয়।


তিনি আরো জানান, অপহৃত মাহবুবকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সে বৈধভাবে মালয়েশিয়া যায়। দীর্ঘ দিন ধরে সেখানে বসবাসও করছিল।


বিবার্তা/খলিল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com