শিরোনাম
ময়লার ঝুঁড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার
প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১১:০৭
ময়লার ঝুঁড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুঁড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।


এই বারগুলোর ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।


শুল্ক গোয়েন্দারা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষদের ওয়াশরুমের ময়লা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ডা. শহীদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com