শিরোনাম
রাজধানীতে এসএসসির ভুয়া প্রশ্নপত্রসহ ৪ হ্যাকার গ্রেফতার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫
রাজধানীতে এসএসসির ভুয়া প্রশ্নপত্রসহ ৪ হ্যাকার গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ চার হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।


বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান।


তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন থেকে নানা অপরাধ করে আসছিল। এরা এসএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রি ও শিক্ষা বোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত।


তিনি আরো জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। তারা এসব ভুয়া প্রশ্ন বিক্রি করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করত। পাশাপাশি পরীক্ষার ফল পরিবর্তনের গ্যারান্টি দিয়েও টাকা আদায় করত।


এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।


বিবার্তা/খলিল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com