শিরোনাম
নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে আটক আরো ২
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১১:০০
নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে আটক আরো ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট খবর প্রচারের অভিযোগে রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দুইজনকে আটক করেছে র‌্যাব।


বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।


তিনি বলেন, বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালের নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।


তিনি বলেন, তাদের ব্যাপারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


এর আগে একই অভিযোগে শনিবার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে গ্রেফতার করে র‌্যাব। এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে প্রথম আলো ও বিবিসিসহ বিভিন্ন অনলাইনসহ ২২টি নিউজ পোর্টালের নকল করে পরিচালনা করতো।


বিবার্তা/খলিল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com