শিরোনাম
পাকিস্তান হাইকমিশনে চুরির ঘটনায় আটক ৬
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৮, ১৩:৫০
পাকিস্তান হাইকমিশনে চুরির ঘটনায় আটক ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় পাকিস্তান হাইকমিশনে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।


বুধবার দুপুরে গুলশান থানায় সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।


তিনি বলেন, চুরির ঘটনায় ২৫ নভেম্বর গুলশান থানায় অভিযোগ করে পাকিস্তান হাইকমিশন কর্তৃপক্ষ। এর ভিত্তিতে বিষয়টি তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুল হোতাসহ ছয়জনকে আটক করা হয়।


আটকরা হলো- সজল ওরফে কালু (২২), মোস্তফা (৩৫), দুলাল মিয়া (৩৪), জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২) ও সেকুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে তিনটি সিপিইউ, দুটি ইউপিএস, একটি কম্পিউটার মনিটর ও চুরির কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়েছে।


মোস্তাক আহমেদ আরো জানান, সিসি ক্যামেরার মাধ্যমে চোরদের সনাক্ত করা হয়।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com