শিরোনাম
হাতিরঝিলে নতুন ধরণের ইয়াবাসহ আটক ১
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ২২:৩১
হাতিরঝিলে নতুন ধরণের ইয়াবাসহ আটক ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নতুন ধরনের ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব।


রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা উলন রোডস্থ থাই আবাসিক এলাকার ০১নং গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


আটকৃতের নাম মো. রাজিব মোল্লা (২২)। সে একজন ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।


তিনি জানান, রাজিব দীর্ঘদিন থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। সম্প্রতি মাদকবিরোধী অভিযানে কোণঠাসা হয়ে নিত্যনতুন কৌশলে সে মিয়ানমারের সীমান্তবর্তী টেকনাফের এক মাদক ব্যবসায়ীর সহায়তায় মিয়ানমারে তৈরী সাদা রঙের ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।


মূলতঃ আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে মাদক চক্রটি মিয়ানমার থেকে গোলাপী রঙের ইয়াবার পরিবর্তে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।


বিবার্তা/খলিল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com