শিরোনাম
অবৈধ সিম বিক্রি, গ্রামীণফোনের কর্মকর্তাসহ আটক ২
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১১:১৭
অবৈধ সিম বিক্রি, গ্রামীণফোনের কর্মকর্তাসহ আটক ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিভিন্ন প্রতিষ্ঠানের নামে করপোরেট সিম ইস্যু করে বাইরে বিক্রির দায়ে দুইজনকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল ১০টার দিকে র‌্যাব সদরদফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।


আটকরা হলেন- গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমান ও পরিবেশক তৌফিক হোসেন খান পলাশ।


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিমও জব্দ করা হয়।


তিনি বলেন, বিভিন্ন কোম্পানির নামে করপোরেট সিম ইস্যু করে বাইরে বিক্রি করছিল একটি চক্র। সম্প্রতি একটি নম্বর থেকে কল করে এক বিদেশি নাগরিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। সেই তদন্তের সূত্র ধরে এ চক্রটি শনাক্ত করে তানভীর ও তৌফিককে আটক করা হয়।


তিনি আরো বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য আজ দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে জানানো হবে।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com