শিরোনাম
সিনহার বিরুদ্ধে তদন্ত করবে দুদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৮, ১৪:১৩
সিনহার বিরুদ্ধে তদন্ত করবে দুদক
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।


দুদক চেয়ারম্যান জানান, ‘আমরা আদালতের মধ্যমে মামলাটি (এফআইআর কপি) পেয়েছি। তদন্ত করা হবে। তবে এখনও তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।’


ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছি। তদন্ত কর্মকর্তা নিয়োগ দেবো। তারা বিচার বিশ্লেষণ করবেন। আইনের বাইরে যাওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা কী করবেন তা আমি বলতে পারবো না। আমি তো অভিযোগ বিচার বিশ্লেষণ এখনও করতে পারিনি।’


নাজমুল হুদার কাছে এস কে সিনহা ঘুষ চেয়েছেন কিন্তু সেই ঘুষের কোনও লেনদেন হয়নি, তাহলে আইনে তা তদন্তের এখতিয়ার দুদকের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইকবাল মাহমুদ বলেন, ‘আদালত থেকে এফআইআর কপি আমরা পেয়েছি। তদন্ত আমাদের করতে হবে। আইনে কিছু না থাকলে এটি আসতো না।’


এসকে সিনহা দেশের বাইরে আছেন, এমতাবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কী ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে সব ব্যবস্থায় আইনে রয়েছে। আমার জানা মতে জিজ্ঞাসাবাদ করা অনেক পরের বিষয়। তদন্ত কর্মকর্তা যদি মনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাকে যথারীতি জিজ্ঞাসাবাদ করবেন। সেটা কীভাবে করবেন তদন্ত কর্মকর্তারা তা নির্ধারণ করবেন। তবে জিজ্ঞাসাবাদ করা ম্যান্ডেটরি না।’


উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৭ সালের ২০ জুলাই নাজমুল হুদার কাছ থেকে তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। দুই মামলায় একটিতে দুই কোটি এবং অন্যটিতে ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ আনা হয়।


বিবার্তা/হাসান/কামরুল


আরও পড়ুন-সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com