
রাজধানীর শাহবাগ এলাকায় আরো দুই ছিনতাইকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- মো. সালমান(৩৭) ও মো. কবির (৩৮)।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
তিনি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে শিশু পার্কের সামনের রাস্তায় বেরিকেড দিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়া হয়। মোটরসাইকেলের দুই আরোহী একজনের হাতে পিস্তল ও আরেকজনের হাতে চাপাতি নিয়ে পুলিশের দিকে অগ্রসর হয়। পিস্তল পুলিশের দিকে তাক করায় আত্মরক্ষায় পুলিশ তাদের দুজনের পায়ে গুলি ছোড়ে।
দুজনের পায়ে দুটি গুলি লাগে জানিয়ে তিনি আরো বলেন, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়। পরে ছিনতাইকারীদের পিস্তলটি পরীক্ষা করে দেখা যায় তা খেলনা পিস্তল।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি মোবাইল ফোন, মোটরসাইকেল ও খেলনা পিস্তল জব্দ করা হয়।
তিনি আরো জানান, এই চক্রটি মোটরসাইকেল এ করে রাস্তার পাশের পথচারী, রিকশার আরোহীদের ব্যাগ টাকা পয়সা ছিনিয়ে নেয়। আহতদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।
এর আগে গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে মো. স্বপন (৪৭) নামের আরেক ছিনতাইকারী আহত হয়েছিলো।
বিবার্তা/খলিল/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net