শিরোনাম
রাজধানীতে ওএমএস'র ২১৫ টন চাল-আটা জব্দ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮
রাজধানীতে ওএমএস'র ২১৫ টন চাল-আটা জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী সরকারি একটি গুদাম ও কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ২১৫ টন চাল ও আটা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব খাদ্যপণ্য কালোবাজারে বিক্রি করা হয়েছিল।


শনি ও রবিবার রাজধানীর তেজগাঁও সরকারি খাদ্যগুদাম, কাকরাইল, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই অভিযান চালানো হয়।


র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য ঢাকার বিভিন্ন অঞ্চলে ১৪১টি ট্রাকে করে এসব চাল ও আটা বিক্রি করার কথা। তা না করে খাদ্য গুদামের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা এসব কালোবাজারে বিক্রি করেছিল।


তিনি জানান, শনিবার রাতে কালোবাজারে পাচারের সময় তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে আটক করা হয় চাল ও আটাভর্তি ৮টি ট্রাক। এগুলোর মধ্যে তেজগাঁও রেল ক্রসিং এলাকা থেকে চারটি ও কাকরাইল এলাকা থেকে অন্য ট্রাকটি আটক করা হয়। এছাড়া তিনটি ট্রাককে গুদামের সামনে থেকে চাল-আটার বস্তাসহ আটক করা হয়। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জব্দ করা হয় ওএমএসের ১০০ টন আটা ও চাল।


সারোয়ার আলম বলেন, গত রাত ৩টার দিকে আমরা কৃষি মার্কেটের ১১টি দোকানে অভিযান চালিয়ে সরকারি বস্তায় থাকা একশ টন চাল ও আটা জব্দ করি। তবে কৃষি মার্কেটের দোকান মালিকরা অভিযানের খবর পেয়েই পালিয়ে যান।


র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট জানান, পুরো বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে প্রতিবেদন আকারে দেয়া হবে। অনুসন্ধান করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দুদককে অনুরোধ জানানো হবে।


বিবার্তা/খলিল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com