শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ২০:৫৬
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।


বুধবার বিকেলে এ অভিযানে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। তারা সবাই মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব।


র‌্যাবের মেজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৭৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।


উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন করে যাচ্ছে; আর সে সুযোগে খুচরা মাদক বিক্রেতারা সু-কৌশলে সেখানে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে আজ এ অভিযান চালানো হয়।


বিবার্তা/খলিল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com