শিরোনাম
ট্রাফিক সপ্তাহ: সপ্তম দিনে ৯৭২৬ মামলা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১২:২৪
ট্রাফিক সপ্তাহ: সপ্তম দিনে ৯৭২৬ মামলা
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ট্রাফিক সপ্তাহের সপ্তম দিনে নয় হাজার ৭২৬টি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া ৪৩ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার সকালে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মোঃ মাসুদুর রহমান।


তিনি বলেন, শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ৯৭২৬ মামলা দেয়া হয়েছে। এছাড়াও ১০৯২টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়। গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ণ, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য এসব মামলা করা হয়। এছাড়াও ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ি চালকের বিরুদ্ধে ২৪৪২টি মামলা করা হয়।


এদিকে শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে ‘ট্রাফিক সপ্তাহ’ আরো তিনদিন বাড়িয়েছেন। তাই আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম।


এছাড়াও কেউ যদি ট্রাফিক আইন না মেনে রাস্তায় চলাচল করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com