শিরোনাম
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আলোকচিত্রী শহিদুল
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১১:৫৩
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আলোকচিত্রী শহিদুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেয়া হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল আলমকে সোমবার সকালে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।


পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত কয়েকদিন ধরে তিনি (শহিদুল আলম) সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তাকে আটক করা হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।


গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা অভিযোগ করে।
পরে যোগাযোগ করা হলে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছিল, তিনি পুলিশের হেফাজতে নেই। আর কে বা কারা তাকে নিয়ে গেছে তাও তাদের জানা নেই।


শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ বলেছিলেন, গতকাল রাতে ধানমণ্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহিদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয় দেয়া একদল লোক। পরে রাতেই তিনি ধানমন্ডি থানায় একটি অভিযোগ করেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com